[email protected] সোমবার, ২৮ জুলাই ২০২৫
১৩ শ্রাবণ ১৪৩২

আজ যে এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৫ ১২:৩৯ এএম
আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১২:৪১ এএম

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিতরণ লাইন নির্মাণকাজের জন্য শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফতুল্লার এনায়েতনগরে মেসার্স ফেয়ার এপারেলস লিমিটেড এবং মেসার্স এম এস ডায়িং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং লিমিটেডের ৮ ইঞ্চি ব্যাসের ৬৩২ মিটার নতুন গ্যাস বিতরণ লাইন নির্মাণের কাজ চলবে।

এ কারণে শুক্রবার দিনব্যাপী নারায়ণগঞ্জের পঞ্চবটি, মুক্তারপুর, কাশিপুর, মুন্সীগঞ্জ ও আশপাশের এলাকাগুলোর আবাসিক, বাণিজ্যিক, শিল্পসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর