[email protected] শনিবার, ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২

যান্ত্রিক ত্রুটিতে ২৮৭ যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরে এলো বিমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫ ১২:১০ পিএম

সংগৃহীত ছবি

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামে ফিরে এসেছে। ফ্লাইটটিতে ২৮৭ জন যাত্রী ছিলেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৩৭ মিনিটে বিজি-১৪৮ ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এর আগে ফ্লাইটটি সকাল ৭টা ১৫ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছায়।

তবে আকাশে উড্ডয়নের কিছু সময় পরই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইলট বিমানটি চট্টগ্রামে ফিরিয়ে আনেন।

সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ফেরত এলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন এবং ফ্লাইটটি বিমানবন্দরের বে নম্বর-৮ এ রাখা হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর