[email protected] বৃহঃস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫ ১২:৪১ পিএম

সংগৃহীত ছবি

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আইড়মারী ব্রিজসংলগ্ন শ্রীরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় শনাক্ত করা যায়নি। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার হোসেন জানান, ঢাকাগামী একটি মাইক্রোবাস নাটোর থেকে রওনা দিয়ে তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। গুরুতর আহত দুইজনকে হাসপাতালে নেওয়া হলে একজন সেখানে মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় মহাসড়কে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর