[email protected] মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২

চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুলাই ২০২৫ ৮:৩৩ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আসা একটি বাস নিউমার্কেট মোড়ে থামলে যাত্রীরা নামতে শুরু করেন। ঠিক তখনই অজ্ঞাত একজন ব্যক্তি বাইরে থেকে পেট্রলবোমার মতো কিছু ছুড়ে মেরে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায়। তবে যাত্রীরা নিরাপদে নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি।

বাসচালক আবদুর রহিম বলেন, “বাসটি যাত্রী নামাতে থামার সঙ্গে সঙ্গেই বাইরের কেউ কিছু একটা ছুড়ে মারে। তখন দ্রুত আগুন ধরে যায়।”

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তারা আগুন লাগার খবর পায়। এরপর নন্দনকানন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি আব্দুল করিম বলেন, “বাসে কে বা কারা আগুন দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর