[email protected] মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে নিহতদের ময়নাতদন্ত না হওয়ার ব্যাখ্যায় হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুলাই ২০২৫ ৭:৪৭ পিএম

সংগৃহীত ছবি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সহিংসতায় নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে—এমন খবরকে ‘ভিত্তিহীন ও অসত্য’ বলে দাবি করেছে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার (২০ জুলাই) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসকরা ময়নাতদন্তের উদ্যোগ নিলেও নিহতদের স্বজনরা তাতে রাজি হননি এবং এক পর্যায়ে জোর করে মরদেহ নিয়ে যান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “১৬ জুলাই সংঘটিত সহিংসতার পর প্রথম মরদেহটি জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং স্বজনদের ময়নাতদন্তের প্রয়োজনীয়তা জানান। কিন্তু স্বজনরা তাতে ক্ষুব্ধ হয়ে পড়েন এবং জোরপূর্বক মরদেহটি নিয়ে যান। পরবর্তীতে অন্য নিহতদের স্বজনরাও ময়নাতদন্তে অনাগ্রহ দেখান এবং হাসপাতালে কর্মরতদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে মরদেহগুলো নিয়ে যান।”

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, “ঘটনার সময় চারদিকে সংঘর্ষ চলছিল এবং হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল না, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ অসহায় বোধ করে। আহতদের চিকিৎসায় চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মীরা ব্যস্ত থাকায় তাৎক্ষণিকভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে পরবর্তীতে পুলিশকে ফোন ও লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে।”

হাসপাতাল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, “এই ব্যাখ্যার মাধ্যমে জনমনে সৃষ্ট বিভ্রান্তির অবসান ঘটবে।”

এর আগে, ১৬ জুলাই এনসিপির একটি সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ বাধে। ঘটনার সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালালে পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে চারজন গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে, একজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এই ঘটনায় নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে শনিবার (১৯ জুলাই) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রয়োজনে মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।

এর একদিন পরই গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার ব্যাখ্যা দেয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর