ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার পাশে জব্দ করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ জুলাই) রাত ১২টার দিকে জেলা সদরের কানাইপুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
থানা সূত্রে জানা গেছে, আরএসএফ পরিবহনের বাসটি গত ৬ জুন ঈদুল আজহার আগে মধুখালীতে দুর্ঘটনার শিকার হয়। ওই ঘটনায় একজন নিহত ও আরেকজন আহত হন।
পরে বাসটি জব্দ করে থানার পাশেই রাখা হয়। বাসটি মালিকপক্ষের লোকজনই দেখাশোনা করতেন, তবে শনিবার দুপুর থেকে তারা কেউ উপস্থিত ছিলেন না। রাত সাড়ে ১১টার পর বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। আগুনে বাসটির বেশ কিছু আসন পুড়ে গেছে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, “বাসটিতে কীভাবে আগুন লাগল বা কোনো দুর্বৃত্ত জড়িত ছিল কি না, তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
এর আগে একইদিন রাত ৮টার দিকে রাজধানীর পল্লবী এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসেও আগুন লাগানোর ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও পুলিশের ধারণা, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের ডাকা হরতালকে কেন্দ্র করে এ অগ্নিসংযোগ হতে পারে। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
এসআর
মন্তব্য করুন: