[email protected] শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

নতুন বাংলাদেশ হবে নীতিনির্ভর, নেতানির্ভর নয়- হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫ ৬:৫১ পিএম
আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১১:১৫ পিএম

সংগৃহীত ছবি

"আমরা এমন একটি বাংলাদেশ চাই, যা নেতানির্ভর নয়, বরং নীতিনির্ভর হবে।

সেই বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে হবে।"—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (১৮ জুলাই) গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মুন্সীগঞ্জে আয়োজিত এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির এক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “নেতা ভুল করতে পারে না—এমন ধারণা সঠিক নয়। মানুষ মাত্রই ভুলের উর্ধ্বে নয়। রাষ্ট্র ও স্বাধীনতার বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র এখনও চলমান। এই ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, “এই দেশ এখনো পুরোপুরি স্বাধীন হয়নি। ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের প্রতিহত করতে হলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ফ্যাসিবাদ নির্মূল না হলে প্রকৃত স্বাধীনতা অর্জন সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “শুধু গোপালগঞ্জ নয়, দেশের যেখানেই ফ্যাসিবাদী সন্ত্রাসীদের উপস্থিতি থাকবে, সেখানেই সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা বিদেশে অবস্থান করে দেশবিরোধী ষড়যন্ত্র ও হত্যার পরিকল্পনায় জড়িত, তাদের দেশে এনে আইনের আওতায় আনতে হবে।”

এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর মন্তব্য করে তার বিচারের দাবি জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, এবং মুন্সীগঞ্জ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয়ে সুপার মার্কেট এলাকায় এসে সভামঞ্চে মিলিত হয়। কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর