[email protected] শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে কারফিউর সময়সীমা আরও বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫ ৬:৩৬ পিএম

সংগৃহীত ছবি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণহানি ও সহিংসতার ঘটনার পর জারি করা কারফিউর সময় আরও বাড়ানো হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান কারফিউ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে বাড়িয়ে শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।

এর আগে ১৬ জুলাই এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ে। সমাবেশে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বেশ কয়েকজন নিহত হন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই হামলায় জড়িত ছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ সমর্থিত একটি অংশ। ঘটনার পরদিন (১৭ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় কারফিউ জারি করা হয়।

পরবর্তীতে দ্বিতীয় দফায় কারফিউর সময় বাড়িয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত বলবৎ রাখা হয়। তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিলের পর দুপুর ২টা থেকে আবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তা বহাল থাকে।

এদিকে, চলমান কারফিউয়ের মধ্যে শুক্রবার সকাল থেকে গোপালগঞ্জ শহর ও আশপাশের এলাকায় তুলনামূলক স্বাভাবিক পরিবেশ লক্ষ্য করা গেছে। সকালে আন্তঃজেলা বাস চলাচল শুরু হয় এবং রাস্তায় মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আগের দিনের তুলনায় শহরে যান চলাচল এবং সাধারণ মানুষের কার্যক্রম কিছুটা স্বাভাবিক ছিল।

তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত কারফিউ পর্যায়ক্রমে অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর