অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার বর্তমান সরকারের মেয়াদেই সম্পন্ন হবে।
একইসঙ্গে তিনি স্থানীয় প্রশাসনকে আহ্বান জানান, মামলাকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং লুটেরা ও চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে।
সোমবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের হাজীগঞ্জ নতুন রাস্তা সড়ক সংলগ্ন এলাকায় জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত এ স্মৃতিস্তম্ভটি ২১ জন শহীদের নামে উৎসর্গ করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
উপদেষ্টারা শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং পরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন,
“নারায়ণগঞ্জে ৫৬ জন শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগের ফলেই আমরা বৈষম্যবিরোধী ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি। তাদের সাহসিকতা ছাড়া স্বাধীনতা অর্জন সম্ভব হতো না।”
আদিলুর রহমান খান বলেন,
“সাড়ে ১৫ বছরের দীর্ঘ সংগ্রামে অনেকে নিপীড়ন, গুম ও কারাবরণ করেছেন। ’২৪-এর জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গোটা দেশকে জাগিয়ে তুলেছিল। আপনারা অগ্নি সময়ের সন্তান।”
অনুষ্ঠানে শহীদ আদিলের মা তার ছেলের স্মৃতি তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি সকল শহীদের জন্য বিচার দাবি করেন এবং তাদের কবর সংরক্ষণের আহ্বান জানান।
স্মৃতিস্তম্ভে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তারা হলেন:
রিয়া গোপ, মো. রোমান, আরমান মোল্লা, মো. ইরফান ভূঁইয়া, মো. তুহিন, মো. মোহসীন, মো. জনি, ইব্রাহিম, মো. স্বজন, মো. আদিল, পারভেজ হাওলাদার, মো. ফারহানুল ইসলাম ভূঁইয়া, ছলেমান, ইমরান হাসান, হযরত বিল্লাল, সফিকুল, মো. সজল, মো. মাবরুর হুসাইন, মো. মাহমুদুর রহমান খান, মো. সাইফুল হাসান ও আহসান কবির।
এসআর
মন্তব্য করুন: