[email protected] মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

“চাঁদাবাজি ও দুর্নীতি আবারও রাষ্ট্রে চেপে বসেছে” — নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫ ৯:৪৬ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর চাঁদাবাজি ও দুর্নীতির চক্র আবারও রাষ্ট্রযন্ত্রে সক্রিয় হয়ে উঠেছে।

তিনি বলেন, “আমরা যে ব্যবস্থার পতন চেয়েছিলাম, সেই চাঁদাবাজ-মাফিয়াচালিত সিস্টেম এখনও বহাল আছে। একটি দল এখনো সেই ব্যবস্থাকে টিকিয়ে রাখছে এবং দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে।”

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় বরগুনা শহরের পৌর মার্কেটের সামনে সদর রোডে এনসিপির পদযাত্রা-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

পুরান ঢাকায় বরগুনা-সংশ্লিষ্ট ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে হত্যার প্রসঙ্গে তিনি বলেন,
“ঢাকায় আপনারা দেখেছেন কীভাবে বরগুনার সন্তান সোহাগকে নির্মমভাবে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। বরগুনাবাসী কি এই চাঁদাবাজির রাজনীতি দেখতে চায়? আপনারা প্রতিবাদ গড়ে তুলুন।”

 

বরগুনা ও উপকূলীয় অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে নাহিদ বলেন,
“আমরা চাই এই জেলার নদী ও সমুদ্র রক্ষা হোক, উপকূলীয় মানুষের স্বাস্থ্য ও শিক্ষার নিশ্চয়তা হোক। উপকূল সুরক্ষা ছাড়া দেশের নিরাপত্তা নিশ্চিত হবে না।”

 

নাহিদ ইসলাম আরও বলেন,
“গণহত্যার বিচার ও একটি নতুন বাংলাদেশ গড়তে আমাদের প্রয়োজন রাজনৈতিক সংস্কার। আমরা চাই নির্বাচন কমিশন থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক) পর্যন্ত সব প্রতিষ্ঠান নিরপেক্ষভাবে গঠিত হোক। প্রধানমন্ত্রীর ক্ষমতাও সংবিধান অনুযায়ী নিয়ন্ত্রিত থাকতে হবে। আমরা স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি দেখতে চাই না।”

তিনি স্পষ্ট করে বলেন,
“বাংলাদেশপন্থি রাজনীতির পক্ষেই আমরা। ভারত কিংবা পাকিস্তানপন্থি রাজনীতির কোনো স্থান এ দেশে হবে না। আমরা দেখেছি অতীতে একটি দল পাকিস্তানপন্থিদের পুনর্বাসন করেছে, আর এখন তারা আবার মুজিববাদীদের পুনর্বাসন করছে। আমি বলতে চাই—বাংলাদেশে মুজিববাদ কিংবা চাঁদাবাজদের রাজনীতির কোনো স্থান থাকবে না।”

 

পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও শামান্তা শারমীন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর