[email protected] মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

বরগুনা নির্বাচন অফিসে আগুন, পুড়ে গেল ব্যালট বাক্স ও গুরুত্বপূর্ণ কাগজপত্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫ ১২:১২ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১২:১৩ পিএম

বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যালট বাক্স, পুরাতন ভোটার তালিকা, কম্পিউটার, ফটোকপি মেশিনসহ নানা গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।

সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির উজ্জামান।

অফিস সূত্রে জানা গেছে, সকালে নাইটগার্ড অফিসের পর্দা টানিয়ে চলে যান। এরপর পরিচ্ছন্নতাকর্মী একটি রুম থেকে ‘কটকট’ শব্দ শুনে সন্দেহ হলে অন্য কর্মীদের জানান।

পরে সবাই মিলে গিয়ে অফিসের হিসাব শাখা রুমে আগুন জ্বলতে দেখেন।

তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দিলে বরগুনা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে এর আগেই ঐ কক্ষে থাকা ব্যালট বাক্স, পুরাতন ভোটার তালিকা, কম্পিউটার, একটি ফ্রিজ, ফটোকপি মেশিন ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরগুনা কার্যালয়ের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, “সকাল ৭টা ২৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই।

আগুন শুধুমাত্র হিসাব শাখার একটি রুমেই সীমাবদ্ধ ছিল। পাশের মূল স্টোরে আগুন ছড়াতে পারেনি, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।”

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির উজ্জামান বলেন, “রুমটিতে অনেক কাগজপত্র ছিল, কিছু পুড়ে গেছে। পুরো অফিস ধোঁয়ায় আচ্ছন্ন হলেও অন্য কক্ষগুলো অক্ষত রয়েছে।”

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর