[email protected] মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫ ১২:০৪ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১২:০৫ পিএম

সংগৃহীত ছবি

বান্দরবানে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের পর ছিঁড়ে যাওয়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন ম্রো নারী মারা গেছেন।

আহত হয়েছেন আরও পাঁচ থেকে ছয়জন।

রোববার (১৩ জুলাই) মধ্যরাতে বান্দরবান-চিম্বুক সড়কের ‘১৩ মাইল’ এলাকার রাংলাই চেয়ারম্যান পাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—তুমলে ম্রো (১৭), রওলেং ম্রো (৩৫) ও উরকান ম্রো (৭১)। তারা সম্পর্কে নানি ও দুই নাতনি।

স্থানীয়দের বরাতে জানা গেছে, পাড়ার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে তার ছিঁড়ে পড়ে যায়। দুর্ঘটনার সময় ওই পরিবারের সদস্যরা সেই ছেঁড়া তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

আহতদের সোমবার (১৪ জুলাই) সকালে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার গণমাধ্যমকে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নারী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর