[email protected] মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

খুলনায় পুলিশ পরিচয়ে খাদ্য কর্মকর্তাকে অপহরণ, সাড়ে ৫ ঘণ্টা পর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫ ১১:৫২ এএম

সংগৃহীত ছবি

খুলনায় পুলিশ পরিচয়ে অপহরণের সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে।

রোববার (১৩ জুলাই) রাত ১টার দিকে তেরখাদা উপজেলার বিআরবি অজগরা উচ্চ বিদ্যালয় এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে সন্ধ্যায় খুলনা নগরীর ৪ নম্বর ঘাট এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। প্রত্যক্ষদর্শীদের মোবাইলে ধারণকৃত ভিডিও এবং তার স্ত্রীর অভিযোগ থেকে অপহরণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার ওই ঘাটে ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার স্ত্রী মাধবী রানী মজুমদার খুলনা সদর থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, মো. রেজা ও বাবু মণ্ডল নামের দুই ব্যক্তি এবং আরও তিনজন মিলে সুশান্তকে অপহরণ করে। তিনি আরও জানান, অভিযুক্ত বাবু মণ্ডল এর আগে একাধিকবার তার স্বামীর কাছে টাকা দাবি করেছিলেন, কিন্তু সুশান্ত তা দিতে অস্বীকৃতি জানান। অপহরণের পর থেকে সুশান্তের ব্যবহৃত মোবাইল দুটি বন্ধ পাওয়া যাচ্ছিল।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে। অপহরণকারীরা পুলিশি তৎপরতায় আতঙ্কিত হয়ে ভিকটিমকে তেরখাদা উপজেলার একটি স্কুল প্রাঙ্গণে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় পুলিশ সদস্যদের সহযোগিতায় সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।

অপহরণে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর