খুলনা: খুলনা মহানগরীর দৌলতপুরে মাহবুব মোল্লা (৩৫) নামে যুবদলের এক সাবেক নেতাকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে দৌলতপুর থানার পশ্চিম মহেশ্বরপাশা এলাকায় তার নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। জুমার নামাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার সময় এই হামলার শিকার হন তিনি।
দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত মাহবুব মোল্লা দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাহবুব মোল্লা বাসা থেকে বের হতেই একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত তাকে লক্ষ করে গুলি ছোঁড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে রগ কেটে দেয়। হামলার আকস্মিকতায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন হামলাকারীর মধ্যে একজন হেলমেট পরিহিত ছিলেন, অপর দুইজনের মুখ খোলা ছিল। দ্রুতগতিতে হামলা চালিয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের দাবি, সম্প্রতি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সংশ্লিষ্ট একটি ঘটনার জেরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাহবুবকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে হত্যাকাণ্ডের সঙ্গে ওই ঘটনার সম্পৃক্ততা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
খুলনা মহানগর পুলিশের এক কর্মকর্তা জানান, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য সূত্র যাচাই করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: