[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

২১ দিনের রিমান্ড শেষে সাবেক এমপি জাফর আলম কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুলাই ২০২৫ ৫:৩৯ পিএম

সংগৃহীত ছবি

কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে ২১ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) তাকে কক্সবাজারের চকরিয়া উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবিরের আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

পেকুয়া থানার তিনটি মামলায় রিমান্ড শেষে জাফর আলমকে আদালতে হাজির করা হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) গোলাম সরওয়ার। তিনি বলেন, “এর আগে চকরিয়া থানার পাঁচটি মামলায় ১৪ দিনের রিমান্ড ও পেকুয়া থানার তিনটি মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। রিমান্ড শেষে আজ তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

উল্লেখ্য, চলতি বছরের ২৭ এপ্রিল ঢাকার ধানমন্ডি এলাকা থেকে জাফর আলমকে গ্রেপ্তার করে কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর