[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

কক্সবাজারে উত্তাল সমুদ্রে ভেসে গেলেন চবির ৩ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুলাই ২০২৫ ১:৪৯ পিএম

ফাইল ছবি

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে উত্তাল সাগরে ভেসে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের তিন শিক্ষার্থী।

তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকি দুজন এখনো নিখোঁজ।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে হিমছড়ি পয়েন্ট থেকে কে এম সাদমান রহমান নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন স্থানীয় জেলেরা। তিনি ঢাকার মিরপুরের বাসিন্দা এবং বিশ্ববিদ্যালয়ের শহীদ মো. ফরহাদ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন—আসিফ আহমেদ ও অরিত্র হাসান। তারা দুজনই বগুড়ার বাসিন্দা এবং একই হলের শিক্ষার্থী। তিনজনই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ছাত্র।

চবির সহকারী প্রক্টর ও বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ বিন কামাল চৌধুরী জানান, “ছাত্ররা নিজেদের উদ্যোগে কক্সবাজারে বেড়াতে গিয়েছিল। সেখানেই সাগরে নামার পর এ দুর্ঘটনা ঘটে। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি এবং শিক্ষার্থীদের পরিবারকে জানানো হয়েছে।”

এ ঘটনায় চবি প্রশাসনের পক্ষ থেকে বিভাগের কয়েকজন শিক্ষক কক্সবাজারে রওনা দিয়েছেন।

হিমছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সোমনাথ বসু জানান, "বন্ধুরা একসঙ্গে সাগরে নেমেছিল। তিনজন স্রোতে তলিয়ে যায়। একজনের মরদেহ উদ্ধার হয়েছে, বাকি দুজনকে উদ্ধারে অভিযান চলছে।ন

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর