[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

জুলাই সনদের জন্য ৫ আগস্ট পর্যন্ত অপেক্ষা করবে এনসিপি : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জুলাই ২০২৫ ৩:৫৪ পিএম

সংগৃহীত ছবি

জুলাই সনদ, বিচার ও কাঙ্ক্ষিত সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

তিনি জানান, সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি ৫ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হচ্ছে, এর মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণার প্রত্যাশা করছে এনসিপি।

সোমবার (৭ জুলাই) সকালে 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে অবস্থানকালে তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই শহীদ ও যোদ্ধাদের স্বীকৃতি, গণ-অভ্যুত্থানের চেতনা এবং সংস্কারের রূপরেখা নিয়ে জুলাই সনদকে সংবিধানের অংশ হিসেবে ঘোষণা করা হোক—এটাই আমাদের দাবি। আশা করি, সরকারসহ সব রাজনৈতিক শক্তি আগামী ৫ আগস্টের মধ্যে এই ঐতিহাসিক দায়িত্ব পালন করবে।”

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাবি করছে, ১৯ জুলাইয়ের গণ-অভ্যুত্থান শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি ছিল জনগণের আকাঙ্ক্ষা ও প্রতিরোধের প্রতিচ্ছবি। সেই আকাঙ্ক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে 'জুলাই সনদ' প্রণয়ন জরুরি।

এই লক্ষ্যে দলটি চলতি মাসের শুরুতে শুরু করেছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি, যা গত ১ জুলাই পঞ্চগড় থেকে শুরু হয়ে ছয় দিনে ১৪টি জেলা অতিক্রম করেছে। সোমবার নাটোর শেষ করে সিরাজগঞ্জ ও পাবনার পথে রয়েছে পদযাত্রা।

দলটি জানিয়েছে, তারা আগস্টের ৫ তারিখ—‘গণ-অভ্যুত্থান দিবস’ পর্যন্ত অপেক্ষা করবে। এর মধ্যে সরকার যদি কোনো সিদ্ধান্ত না নেয়, তাহলে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে এনসিপি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর