কুমিল্লার মুরাদনগরে গণপিটুনিতে একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় আকাবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শিমুল বিল্লালকে প্রধান আসামি করে ৩৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) ভোরে নিহত রোকসানা বেগম রুবির মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে মুরাদনগরের বাঙ্গরা বাজার থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।
ওসি জানান, মামলায় চেয়ারম্যান শিমুল বিল্লাল ছাড়াও কড়ইবাড়ী গ্রামের বাছির মিয়া, ইউপি সদস্য আবু বক্কর, বাচ্চু মিয়া, রবিউল আউয়াল, শরীফুল ইসলাম, রফিকুল ইসলাম, বাবুল মিয়া, এরশাদ হোসেন, বাবুলের বাবা রবিউলসহ ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বাদী রিক্তা আক্তার বলেন, “চেয়ারম্যান শিমুল বিল্লাল এবং ইউপি সদস্য বাচ্চু মিয়ার নির্দেশেই আমাদের বাড়িতে হামলা চালানো হয়। ঘটনার আগেই বাছির মিয়ার নেতৃত্বে একাধিক বৈঠক হয়। আমার মা, ভাই ও বোনকে যারা পিটিয়ে হত্যা করেছে, তাদের সবাইকে মামলায় আসামি করেছি। আমরা দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করছি।”
ওসি মাহফুজুর রহমান আরও জানান, মামলা গ্রহণের পর থেকেই তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
উল্লেখ্য, গত সপ্তাহে আকাবপুর ইউনিয়নে চুরি সন্দেহে এক পরিবারের তিন সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়, যা দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে।
এসআর
মন্তব্য করুন: