বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ডেঙ্গু আক্রান্ত হয়ে ঝুমুর (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
তিনি বরগুনা জেলার বেতাগী উপজেলার শারিশামুড়ি এলাকার বাসিন্দা। মৃত্যুর বিষয়টি বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৯ জন রোগী।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এদের মধ্যে বরগুনা জেলা হাসপাতালে সর্বাধিক ৮৭ জন ভর্তি হয়েছেন।
এছাড়া:
বর্তমানে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৪৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল। তিনি বলেন, “ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। মশা নিয়ন্ত্রণ না করা গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। এজন্য বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং মশার কামড় থেকে সুরক্ষা নেওয়া অত্যন্ত জরুরি।”
স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে জনসচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করেছে। পাশাপাশি, নাগরিকদের নিজ নিজ উদ্যোগে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: