[email protected] বৃহঃস্পতিবার, ৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

কুমিল্লায় একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জুলাই ২০২৫ ১:৪৪ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানার আওতাধীন আকবপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রুবি আক্তার, তার মেয়ে জোনাকী এবং ছেলে রাসেল।

বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, মাদক কেনাবেচার অভিযোগ তুলে স্থানীয় লোকজন রাসেলের পরিবারের চার সদস্যকে গণপিটুনি দেয়।

এতে ঘটনাস্থলেই রুবি, জোনাকী ও রাসেল প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় অপর একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি।

ওসি আরও জানান, ঘটনার খবর পেয়ে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল ও একাধিক গোয়েন্দা সংস্থা ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

স্থানীয় প্রশাসন বলছে, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য কাজ শুরু হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর