বিদেশ পালানোর চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে বিএনপির বহিষ্কৃত নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে।
বৃহস্পতিবার (১৫ মে) সকালেই তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের হেফাজতে রয়েছেন।
রিয়াদ মোহাম্মদ চৌধুরী ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে আটক করে নারায়ণগঞ্জে আনা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিয়াদকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে একটি ফোনালাপ ফাঁস হওয়া, যেখানে তিনি চাঁদা দাবি করছেন।”
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ফোনালাপ ভাইরাল হয়, যেখানে নারায়ণগঞ্জের এক ব্যবসায়ী আজাদ হোসেনের কাছে চাঁদা দাবি করতে শোনা যায় রিয়াদকে। ফোনালাপে তিনি হুমকি দেন, “চাঁদা না দিলে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়া হবে।”
দলীয় নেতারা জানান, কেউ দলের ঊর্ধ্বে নয়। কেউ বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: