[email protected] রবিবার, ১৮ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ঈদুল আজহায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৬ মে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মে ২০২৫ ৮:৩৭ পিএম

ফাইল  ছবি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৬ মে থেকে।

এসব টিকিট ২৯ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত যাত্রার জন্য প্রযোজ্য হবে।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, ১৬ মে শুক্রবার থেকে বাস মালিকরা একযোগে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবেন। যাত্রীরা এদিন থেকে অনলাইন ও কাউন্টার—উভয় মাধ্যমেই টিকিট কিনতে পারবেন। তবে অনেক পরিবহন প্রতিষ্ঠান এবার শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই টিকিট বিক্রি করবে।

ভাড়া সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে কোন পরিবহন অতিরিক্ত ভাড়া নিতে পারবে না। এই বিষয়ে পরিবহন মালিকদের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

এসি বাসের ভাড়া সম্পর্কে তিনি আরও বলেন, সরকার এসি বাসের নির্ধারিত ভাড়া নির্ধারণ করে না। তাই বাসের বিলাসিতা ও সুবিধা অনুযায়ী মালিকরা নিজেরা ভাড়া নির্ধারণ করে থাকেন। তবে এবারের ঈদে যাত্রীসাধারণের সুবিধার্থে এসি বাসের ভাড়া যেন সহনীয় পর্যায়ে রাখা হয়, সে বিষয়ে মালিকদের মধ্যে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর