[email protected] রবিবার, ১৮ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২

টানা তিন দিনের বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মে ২০২৫ ৭:১২ পিএম

সংগৃহীত ছবি

দেশজুড়ে টানা তিন দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে

মঙ্গলবার (আজ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি ও কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবারের পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এ সময়ও ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবারও একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। দেশের বিভিন্ন বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে, তবে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে জানানো হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর