[email protected] মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
২৮ আশ্বিন ১৪৩২

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে পারে ২১ মে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মে ২০২৫ ২:৩১ এএম

সংগৃহীত ছবি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামী ২১ মে থেকে শুরু হতে পারে।

সম্ভাব্য ঈদের দিন ধরা হয়েছে ৭ জুন।

রেলভবনের একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঈদের আগে প্রতিবারের মতো এবারও ৭ দিনের বিশেষ ট্রেন টিকিট বিক্রি কার্যক্রম চালু থাকবে। ২১ মে থেকে ৩১ মে তারিখের ট্রেনের টিকিট বিক্রি শুরু হতে পারে।

ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হতে পারে ৩০ মে, যেদিন বিক্রি হবে ৮ জুনের টিকিট।

ভবিষ্যৎ যাত্রীসেবার সুবিধার্থে এবারও অঞ্চলভিত্তিক সময় নির্ধারণের চিন্তা করছে রেল কর্তৃপক্ষ। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টায় বিক্রি শুরু হতে পারে।

প্রত্যেক যাত্রী একটি নির্দিষ্ট রুটে একবারেই সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। তবে এই বিশেষ ব্যবস্থায় বিক্রিত টিকিট ফেরতযোগ্য হবে না। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর