[email protected] শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

রানা প্লাজা ট্র্যাজেডি: এক যুগেও শেষ হয়নি বিচারপ্রক্রিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫ ১২:৪৬ পিএম

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ধসের আজ এক যুগ পূর্ণ হলো।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড এলাকার এই ভবন ধসে প্রাণ হারান ১ হাজার ১৩৬ জন পোশাক শ্রমিক, আহত হন আরও প্রায় দুই হাজার। অথচ বারো বছরেও ঘটনার বিচার সম্পন্ন হয়নি।

দুর্ঘটনার পর দায়ের হওয়া চারটি মামলার মধ্যে কেবল সম্পদের তথ্য গোপনের একটি মামলার নিষ্পত্তি হয়েছে। বাকি তিনটি—হত্যা, ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির মামলা এখনও বিচারাধীন।

ধসে পড়ার পরদিন সাভার থানার এসআই ওয়ালী আশরাফ অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা করেন। একই ঘটনায় নিহত শ্রমিক জাহাঙ্গীর আলমের স্ত্রী শিউলি আক্তারও আদালতে মামলা করেন, যা পরবর্তীতে পুলিশের মামলার সঙ্গে একীভূত হয়। ২০১৫ সালের ২৬ এপ্রিল সিআইডি ৪১ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেয়। এরপর ২০১৬ সালে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

তবে উচ্চ আদালতের স্থগিতাদেশ, আসামিদের সময়ক্ষেপণ এবং প্রশাসনিক জটিলতায় বিচার দীর্ঘসূত্রতায় পড়েছে। এখন পর্যন্ত ৫৯৪ সাক্ষীর মধ্যে ৯৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলাটি বর্তমানে ঢাকার জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিনের আদালতে বিচারাধীন।

রাষ্ট্রপক্ষ জানিয়েছে, মামলার অগ্রগতিতে আগে দায়িত্বরতদের অবহেলা ছিল। তবে বর্তমানে সক্রিয়ভাবে সাক্ষীদের হাজির করতে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। সর্বশেষ ১৫ এপ্রিল সাক্ষ্যগ্রহণের দিন সাক্ষী অনুপস্থিত থাকায় পরবর্তী দিন ধার্য করা হয়েছে ১৯ মে।

ঢাকা জেলা পাবলিক প্রসিকিউটর ইকবাল হোসেন বলেন, “আমরা দ্রুত মামলাটির বিচার শেষ করতে চাই, যাতে ভুক্তভোগীদের পরিবার ন্যায়বিচার পায়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর