[email protected] শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

সীমান্তে বাংলাদেশিদের নিরাপত্তায় কার্যকর কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫ ১০:২১ পিএম

ফাইল ছবি

সীমান্তে বাংলাদেশি নাগরিকদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি গত ১৬ এপ্রিল লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সিংগামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে বাংলাদেশি কৃষক হাসিবুল ইসলামের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন, “নিহতের পরিবার জানিয়েছে, হাসিবুল ইসলাম নিজ জমিতে গরুর জন্য ঘাস কাটতে গেলে বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাকে গুলি করে। পরে আহত অবস্থায় তাকে টেনে নিয়ে গিয়ে রাইফেল দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এরপর ১৭ এপ্রিল রাতে বিএসএফ নিহতের লাশ তার বাবার কাছে হস্তান্তর করে।”

তিনি আরও বলেন, “এ ছাড়া ১৮ এপ্রিল পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের জমগ্রাম ডাংগার পার এলাকা থেকে বাংলাদেশি যুবক আজিজুর রহমানকে ধরে নিয়ে গিয়ে ১০-১২ জন ভারতীয় নাগরিক কাঁটাতারের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন চালায়।”

এ ধরনের ঘটনার কারণে সীমান্ত অঞ্চলের মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং কৃষকরা জমিতে যেতে ভয় পাচ্ছেন বলে জানান গোলাম পরওয়ার।

বিএসএফের এই ধরনের আচরণ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে তিনি ভারত সরকারকে এসব হত্যাকাণ্ড ও নির্যাতনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং বাংলাদেশ সরকারকে সীমান্তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর