[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

আগামী ৫ দিন সারা দেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫ ৩:৫৬ পিএম

ফাইল ছবি

চলতি সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী পাঁচ দিনে দেশের অধিকাংশ স্থানে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতও হতে পারে। সাময়িকভাবে দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেলেও সপ্তাহ শেষে তা আবার বাড়তে পারে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল):
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শুক্রবার (১৮ এপ্রিল):
একই বিভাগের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকবে। দমকা হাওয়ার পাশাপাশি মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

শনিবার (১৯ এপ্রিল):
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (২০ এপ্রিল):
ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার (২১ এপ্রিল):
ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগে দু-এক স্থানে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, সপ্তাহজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে যেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর