[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

সারা দেশে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫ ৪:৪৩ পিএম

ফাইল  ছবি

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৬ এপ্রিল) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এই অবস্থায় দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির প্রবণতা দেখা দিচ্ছে।

দৈনিক পূর্বাভাস:
বুধবার (১৬ এপ্রিল):
ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল):
একই ধারা বজায় থাকবে। দেশের অধিকাংশ বিভাগের বিভিন্ন জায়গায় বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (১৮ এপ্রিল):
খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা বেশি। রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটেও কোথাও কোথাও বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

শনিবার (১৯ এপ্রিল):
সারাদেশেই বজ্রবৃষ্টির প্রবণতা থাকবে। দিনের তাপমাত্রা স্থিতিশীল থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার (২০ এপ্রিল):
ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগে দুই-এক জায়গায় বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিন থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনের শেষে দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে এবং তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পার।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর