[email protected] শনিবার, ৩০ আগস্ট ২০২৫
১৫ ভাদ্র ১৪৩২

টিকটকার তোহা হোসাইন কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫ ১০:৪৭ পিএম

সংগৃহীত ছবি

সাইবার নিরাপত্তা আইন ও প্রতারণার অভিযোগে টিকটক ও ফেসবুকে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর তোহা হোসাইনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

ফেসবুক ও টিকটকে অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগে দায়ের করা মামলায় সোমবার (১৪ এপ্রিল) তোহাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

অন্যদিকে, তার আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক মো. মাহবুবুর রহমান শুনানি শেষে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মিরপুর মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

১৩ এপ্রিল মিরপুর মডেল থানায় তোহা হোসাইন (২২) ও হুর-ই জান্নাত (১৯)-এর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন ও প্রতারণার অভিযোগে মামলা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, তোহার পরিচালিত ফেসবুক পেজ ও টিকটক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন জুয়ার সাইটের বিজ্ঞাপন ও প্রমোশন চালানো হয়, যেখানে অল্প বিনিয়োগে অধিক মুনাফার প্রলোভন দেখানো হয়।

এতে বিভিন্ন বয়সের মানুষ প্রভাবিত হয়ে প্রতারিত হচ্ছে এবং অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর