[email protected] সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫ ১২:৩৬ এএম

প্রতীকি ছবি

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত দুই জনই বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের একজন পুরুষ ও একজন নারী।

এই সময়ের মধ্যে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন।

এর মধ্যে বরিশাল বিভাগে ১০ জন, ঢাকার দুই সিটি করপোরেশনে ৬ জন (প্রতিটি সিটিতে ৩ জন করে), ঢাকা বিভাগের জেলা পর্যায়ে ৪ জন এবং চট্টগ্রাম বিভাগে ২ জন ভর্তি হন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৬ জন রোগী। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর