সাভারে দিনে-দুপুরে আবারও দুটি যাত্রীবাহী চলন্ত বাসে সংঘটিত হয়েছে ছিনতাইয়ের ঘটনা।
সাভারে দিনে-দুপুরে আবারও দুটি যাত্রীবাহী চলন্ত বাসে সংঘটিত হয়েছে ছিনতাইয়ের ঘটনা
ঢাকা-আরিচা মহাসড়কের ব্যস্ত এই রুটে যাত্রীদের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে লুটে নেওয়া হয়েছে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার।
প্রথম ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর ১২টার দিকে সাভার পরিবহনের একটি বাসে। ব্যাংকটাউন ব্রিজ এলাকায় তিনজন যুবক বাসে ওঠে এবং অস্ত্রের মুখে নারী যাত্রীদের জিম্মি করে স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
প্রত্যক্ষদর্শী বাসযাত্রী এবং সাভার প্রেস ক্লাবের সদস্য তায়েফুর রহমান জানান, ছিনতাইকারীরা তার স্ত্রীর গলায় থাকা লক্ষাধিক টাকার স্বর্ণালংকার লুটে নেয়। এছাড়াও অন্য নারী যাত্রীদের কাছ থেকেও মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয় তারা। তার অভিযোগ, বাসচালক ও সহকারী ছিনতাইকারীদের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন।
দ্বিতীয় ঘটনাটি ঘটে দুপুর সাড়ে ১২টার দিকে, সিএনবি মোড়ের আগে রাজধানী পরিবহনের একটি বাসে। তিনজন ছিনতাইকারী ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
এছাড়া এলাকাবাসী জানিয়েছে, ব্যাংকটাউন এলাকায় এর আগেও একাধিকবার চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
যাত্রীদের অভিযোগ, দিনেদুপুরে এভাবে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় মহাসড়কে চলাচল করা হয়ে উঠেছে আতঙ্কজনক। অনেকেই বাসে ওঠতে ভয় পাচ্ছেন। তারা মহাসড়কে পুলিশের টহল আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২ মার্চ ও ৪ এপ্রিল একই এলাকায় চলন্ত বাসে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল।
ঘটনার বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা জানান, “ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের টহল টিম সার্বক্ষণিক কাজ করছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাভার পরিবহনের বাসে ছিনতাইয়ের বিষয়টি আমরা জানি এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এসআর
মন্তব্য করুন: