ফিলিস্তিনে ইসরায়েলের চালানো গণহত্যা ও নিরীহ শিশু-নারী হত্যার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম বেকারি ও মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুল অ্যান্ড কোম্পানি
সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বনফুল অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক আমানুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ইসরায়েলি বাহিনীর অব্যাহত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বনফুলের সকল শোরুমে কোকাকোলা, পেপসি সহ যেকোনো ধরনের ইসরায়েলি পণ্য প্রদর্শন, বিক্রয় ও মজুদ না করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্ত ৮ এপ্রিল থেকে কার্যকর হবে।”
বনফুল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিষ্ঠানটির সকল শোরুম ও সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ক্রেতা ও শুভানুধ্যায়ীদেরও সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: