ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে সিলেটে আয়োজিত বিক্ষোভ চলাকালে বাটা শোরুমে লুটপাটের ঘটনায় জড়িত ১৪ জনকে আটক করেছে পুলিশ।
লুট করা জুতা সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়ায় তাদের শনাক্ত করা হয়।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে সিলেট মহানগরের মিরবক্সটুলা, দরগাহ গেট, পূর্ব জিন্দাবাজার ও বন্দরবাজার এলাকায় কেএফসি, ইউনিমার্ট, ডমিনোজ এবং বাটাসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, সোমবার রাতভর অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে। লুট করা জুতা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।
আটকদের মধ্যে রয়েছেন—রাজন, ইমন, রাকিব, আব্দুল মোতালেব, মিজান আহমদ, সাব্বির আহমদ, জুনাইদ আহমদ, রবিন মিয়া, সৈয়দ আলআমিন তুষার, মোস্তাকিন আহমদ তুহিন, দেলোয়ার হোসেন, রিয়াদ, তুহিন ও আল নাফিউ। তাদের বয়স ১৯ থেকে ৩৫ বছরের মধ্যে।
পুলিশ জানায়, বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশের উপস্থিতিতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
এ ঘটনার পর সোমবার রাতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।
তিনি বলেন, ‘হামলাকারীদের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে, শিগগিরই সবাইকে গ্রেফতার করা হবে।’
আইজিপি আরও বলেন, ‘সরকার ন্যায়সঙ্গত বিক্ষোভে বাধা দেয় না, তবে এর আড়ালে সংঘটিত কোনো অপরাধ সহ্য করা হবে না।
এসআর
মন্তব্য করুন: