ফরিদপুরে মাদারীপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে অন্তত চারজন নিহত হয়েছেন।
এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের জোবায়দা করিম জুট মিল এলাকার পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস জানান, ফরিদপুর থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাস জুট মিলের পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আতিয়ার রহমান জানান, আহতদের হাসপাতালে আনার পর চারজনকে মৃত ঘোষণা করা হয়। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এসআর
মন্তব্য করুন: