চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।
বুধবার সকাল ৭টার দিকে চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ৮ জন নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, চট্টগ্রামমুখী একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী দুটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়।
প্রথমে বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে পেছনে থাকা আরেকটি মাইক্রোবাস সেটিতে ধাক্কা দেয়। নিহতদের অধিকাংশই প্রথম মাইক্রোবাসের যাত্রী ছিলেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা বলেন, ঘটনাস্থলে ৭ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।
নিহতদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৭ বছর বয়সী এক শিশু রয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল, পরে তিনিও মারা যান।
এর আগে ৩১ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে একই এলাকায় বাস ও মিনিবাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছিলেন। বারবার একই স্থানে দুর্ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, এই সড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা যাতায়াত করেন।
অপরিচিত চালকদের জন্য সড়কের বাঁক এবং সিগন্যালের অভাব বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করছে। এ বিষয়ে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এসআর
মন্তব্য করুন: