[email protected] বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

লঞ্চে অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ, কর্মচারীদের সঙ্গে মারামারির পর কারাগারে ২৮ যাত্রী!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫ ৫:৫৮ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা থেকে বরগুনাগামী এম বি রয়েল ক্রু-২ ও রাজারহাট লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে যাত্রী ও লঞ্চের কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

 এতে উভয়পক্ষের প্রায় ২৫ জন আহত হয়েছেন।এ ঘটনায় বেতাগী থানা পুলিশ ২৮ জন যাত্রীকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, শনিবার বিকেল সাড়ে ৫টায় সদরঘাট থেকে লঞ্চ দুটি বরগুনার উদ্দেশে যাত্রা করে।

রাতের দিকে যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়া ৪০০ টাকার পরিবর্তে ৮০০-১০০০ টাকা পর্যন্ত আদায় করা হয়। এ নিয়ে যাত্রীরা প্রতিবাদ করলে লঞ্চের স্টাফদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর পুলিশ বেতাগী লঞ্চঘাট থেকে ২৮ জন যাত্রীকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতদের স্বজনরা দ্রুত তাদের মুক্তির দাবি জানিয়ে বেতাগী থানার সামনে জড়ো হন।

আটক পারভেজের (২০) মা শিউলি আক্তার জানান, তার ছেলে ঘুমন্ত অবস্থায় ছিল, পুলিশ বিনা কারণে তাকে তুলে নিয়ে গেছে। একই অভিযোগ করেছেন আটক রুবেল খন্দকার (২৪) ও আরাফাতের (১৫) পরিবারের সদস্যরা।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মনির জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্দোষ প্রমাণিত হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাদের মুক্তি দেওয়া হতে পারে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর