ময়মনসিংহের গৌরীপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বোনসহ চারজন নিহত হয়েছেন।
রবিবার (৩০ মার্চ) সকাল ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের সাহেব কাচারি চন্দ্রপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন:
আহত:
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সকালে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাজাহারুল আনোয়ার জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বাকি দুইজনের চিকিৎসা চলছে।
পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নিয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
এসআর
মন্তব্য করুন: