শনিবার (২৯ মার্চ) মধ্যরাতে পুলিশ ও নৌবাহিনীর যৌথ বাহিনী একটি বাড়ি ঘেরাও করে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। যৌথ বাহিনীও পাল্টা গুলি ছোড়ে। এতে দুই পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৫-৬টি পিস্তল ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার (এসি) আজম খান জানান, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানের সময় সন্ত্রাসীরা গুলি চালালে বাহিনীও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আড়াই ঘণ্টার এই অভিযানে বেশ কয়েকজন আহত হন।
তিনি আরও জানান, ঘটনাস্থল এখনও নিরাপত্তার আওতায় রাখা হয়েছে এবং সকালে পুনরায় অভিযান চালানো হবে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
এসআর
মন্তব্য করুন: