রংপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে চার শিশুসহ আদুরী বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
রংপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে চার শিশুসহ আদুরী বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ
শুক্রবার রাত ১০টার দিকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম।
পুলিশ জানায়, রংপুর নগরীর তপোধন গ্রাম থেকে চার শিশু হঠাৎ নিখোঁজ হওয়ার পর পুলিশ বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করে।
রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়ানো হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় স্টেশন এলাকা থেকে ওই নারীকে চার শিশুসহ আটক করা হয়।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আদুরী বেগম তপোধন গ্রামে আশ্রয় চান এবং আশিকুল ইসলাম নামে এক ব্যক্তি তাকে তার বাড়িতে থাকতে দেন।
শুক্রবার সারাদিন অবস্থানের পর সন্ধ্যায় তিনি আশিকুলের সন্তানের সঙ্গে পার্শ্ববর্তী তিন বাড়ির আরও তিন শিশুকে নিয়ে উধাও হয়ে যান। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত পুলিশকে জানালে অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশন থেকে শিশুদের উদ্ধার করা হয়।
আদুরী বেগমের প্রকৃত পরিচয় ও উদ্দেশ্য জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
এসআর
মন্তব্য করুন: