[email protected] শনিবার, ৫ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

বিএনপি নেতার সঙ্গে এনসিপির সারজিস আলমের বাকবিতণ্ডা, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫ ২:২৬ এএম

সংগৃহীত ছবি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও বিএনপি নেতা মতিয়ার রহমানের মধ্যে বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সারজিস আলমের এক বৈঠককে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বিএনপি নেতা মতিয়ার রহমান ওই দিন দুপুরে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা কার্ড বিতরণের জন্য উপজেলা চত্বরে যান।

সেখানে তিনি বিভিন্ন অফিসে কর্মকর্তাদের অনুপস্থিত দেখে খোঁজ নিয়ে জানতে পারেন যে, এনসিপি নেতা সারজিস আলম সরকারি কর্মকর্তাদের নিয়ে বৈঠক করছেন।

বৈঠক শেষে মতিয়ার রহমান রাজনৈতিক দলের নেতার সঙ্গে সরকারি কর্মকর্তাদের বৈঠক সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তুললে দুই নেতার মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে বাকবিতণ্ডার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সারজিস আলমের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে বিএনপি নেতা মতিয়ার রহমান বলেন, একটি রাজনৈতিক দলের মুখ্য সংগঠক সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর