[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

‘এনসিপি’ নাম নিয়ে আপত্তি, ইসির সিদ্ধান্তের অপেক্ষায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫ ১০:১০ পিএম

ফাইল  ছবি

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (জেএনপি)-এর সংক্ষিপ্ত নাম ‘এনসিপি’ নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)।

দলটি নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে আপত্তিপত্র জমা দিয়েছে।

বিসিপির মহাসচিব শাহরিয়ার খান আবির খান নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে উল্লেখ করেন, "জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম হওয়া উচিত ‘জেএনপি’, কিন্তু দেওয়া হয়েছে ‘এনসিপি’, যা সঠিক নয়।"

তিনি আরও বলেন, "নামের (নাউন) ভাষাগত পরিবর্তন করা যায় না। এক ভাষা থেকে আরেক ভাষায় অনুবাদ হলেও মূল নামের গঠন অপরিবর্তিত থাকা উচিত।"

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠন করেছেন। দলটির নেতৃত্বে আছেন নাহিদ ইসলাম। যদিও তাদের সংক্ষিপ্ত নাম ‘এনসিপি’ রাখা হয়েছে, তবে এটি নিয়ে এখন বিতর্ক সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানিয়েছেন, "আমরা আইন ও বিধি অনুযায়ী বিষয়টি পরীক্ষা করে সিদ্ধান্ত নেব।"

এদিকে, নির্বাচন কমিশনে ‘আওয়ামী লিগ’ নামে নতুন একটি রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়া হয়েছে।

সোমবার উজ্জ্বল রায় নামে এক ব্যক্তি নিজেকে দলের প্রধান দাবি করে ‘আওয়ামী লিগ’ নামে দল নিবন্ধনের আবেদন করেন। তিনি দলটির প্রতীক হিসেবে ‘নৌকা’ অথবা ‘ইলিশ’ চেয়েছেন।

নাম নিয়ে বিতর্ক এবং নতুন দলের নিবন্ধন আবেদন নিয়ে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর