কুমিল্লার লাকসামে স্বামীকে আটকিয়ে আওয়ামী লীগ নেতার বাড়িতে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের শিকার হতে হয়েছে। ঘটনার পর পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
গৃহবধূটি নোয়াখালীর বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৩ মার্চ) ওই দম্পতি শ্বশুরবাড়ি লাকসামে আসেন।
পরদিন ভোরে তারা সিএনজিতে করে বাড়ি ফেরার সময় সিএনজিচালক মো. মাসুদ তাদের স্বামী-স্ত্রী কি না, এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেন এবং একপর্যায়ে তাদের লাকসামের গন্ডামারা এলাকায় নিয়ে যান।
পরে অভিযুক্তরা তাদের ব্যাগ তল্লাশি করে এবং পরিকল্পিতভাবে স্বামীকে ফেলে রেখে স্ত্রীকে অপহরণ করে লাকসামে নিয়ে যায়।
পরে গৃহবধূকে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।
এরপর তাকে পুনরায় তালুকদার ভিলায় আরেকটি ভাড়া বাসায় নিয়ে আবারও ধর্ষণ করা হয়। স্থানীয়দের সহায়তায় ওই গৃহবধূ উদ্ধার হন।
এ ঘটনায় তার মা রোববার লাকসাম থানায় মামলা দায়ের করেন। পুলিশ রোববার দিনভর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোহাম্মদ আলী (২৫), মো. মাসুদ (২৩), মনির হোসেন হৃদয় (২৩), আল আমিন (২৩) এবং বিলকিছ আক্তার কল্পনা (৪০)।
এখন গৃহবধূ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আসামিদের সোমবার আদালতে পাঠানো হবে।
এসআর
মন্তব্য করুন: