আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ (১৪ মার্চ) সকাল থেকে শুরু হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ মার্চে কেনা টিকিটের যাত্রার তারিখ ২৪ মার্চ। পরবর্তী দিনগুলোতে একই নিয়মে ৩০ মার্চ পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি হবে।
চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিটও পরবর্তীতে অনলাইনে বিক্রি করা হবে।
এবার ঈদযাত্রায় প্রতিদিন ঢাকা থেকে ৩৫,৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে।
এছাড়া ঈদযাত্রীদের সুবিধার্থে পাঁচ জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে:
এছাড়া অতিরিক্ত যাত্রী চাহিদা মেটাতে ৪৪টি যাত্রীবাহী কোচ এবং ১৯টি অতিরিক্ত লোকোমোটিভ ট্রেনের বহরে যুক্ত করা হবে।
ঈদ উপলক্ষে দেশের সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। ২৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত ট্রেনগুলো নিরবচ্ছিন্নভাবে চলবে। তবে, ঈদের দিন আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে।
এসআর
মন্তব্য করুন: