[email protected] শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
১৯ পৌষ ১৪৩১

স্থগিত ২০ উপজেলায় ভোটগ্রহণ কাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুন ২০২৪ ৫:৪৫ পিএম

ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া ২০ উপজেলা পরিষদ নির্বাচনে আগামীকাল রবিবার (৯ জুন) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এসব উপজেলায় শুক্রবার (৭ জুন) মধ্যরাত ১২টায় নির্বাচনের প্রচারণা শেষ হয়।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামীকাল ৯ জুন সকাল ৮টায় ২০ উপজেলা পরিষদের ভোটগ্রহণ শুরু হবে। ভোটগ্রহণ ৩২ ঘণ্টা পূর্বে প্রচার বন্ধ করার বিধান রয়েছে আইনে। সে হিসেবে শুক্রবার (৭ জুন) মধ্যরাত ১২টায় সকল ধরনের প্রচার বন্ধ করতে হবে।

 

৯ জুন যেসব উপজেলায় ভোট হবে, সেগুলো হলো- বাগেরহাট জেলার শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা; খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া; বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া; পটুয়াখালী জেলার সদর, মির্জাগঞ্জ, দুমকি; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার লালমোহন, তজুমদ্দিন; ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া; বরগুনার বামনা, পাথরঘাটা, রাঙামাটির বাঘাইছড়ি ও নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর