[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

এবার শিক্ষা কর্মকর্তার ঘুষ চাওয়ার অডিও ভাইরাল!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ ২০২৫ ৮:১৩ পিএম
আপডেট: ১০ মার্চ ২০২৫ ৮:২১ পিএম

এ নিয়ে একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

ভুক্তভোগী সহকারী শিক্ষক মো. বেনজির ইসলাম বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিতভাবে অভিযোগ করেছেন।

তিনি উপজেলার ৯৩ নম্বর উত্তর পূর্ব বানিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।

অডিওতে শোনা যায়, শিক্ষক বেনজির ইসলাম শিক্ষা কর্মকর্তা হেনায়ারা বেগমের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি ম্যানেজ করার উপায় জানতে চান।

জবাবে শিক্ষা কর্মকর্তা ১০ হাজার টাকা দাবি করেন এবং বলেন, ‘এক টাকা কম হলেও হবে না, আর কাউকে বলা যাবে না।’ পরে তিনি টাকা পাঠানোর জন্য বিকাশ নম্বর দেন।

সহকারী শিক্ষক বেনজির ইসলামের অভিযোগ, ছুটির অনুমোদনকে কেন্দ্র করে শিক্ষা কর্মকর্তা তাঁর কাছে ঘুষ দাবি করেন। টাকা না দিলে ক্ষতি করার হুমকি দেন বলে অভিযোগ করেছেন তিনি।

পরিস্থিতির চাপে পড়ে তিনি বিকাশের মাধ্যমে টাকা পাঠান।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষা কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট দপ্তর থেকে অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর