সাভারের আশুলিয়ার নয়ারহাট বাজারে ডাকাতদের ছুরিকাঘাতে দিলীপ কুমার দাস (৪৮) নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার (৯ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দিলীপ দাস গোপীনাথপুর গ্রামের দুলাল দাসের ছেলে এবং নয়ারহাট বাজারের 'দিলীপ স্বর্ণালয়' এর মালিক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে দিলীপ দাস তার দোকান বন্ধ করছিলেন।
এসময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা দিলীপ দাসকে ছুরিকাঘাত করে এবং তার কাছে থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কামাল হোসেন জানান, দুর্বৃত্তরা দোকান বন্ধ করার সময় দিলীপ দাসকে ছুরিকাঘাত করে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে।
এসআর
মন্তব্য করুন: