[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

এবার কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ মার্চ ২০২৫ ৩:৩২ পিএম

প্রতীকি ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে নির্যাতনের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন—আশরাফুল ইসলাম সিয়াম (২০) ও জিৎ সরকার (১৯)।

রোববার (৯ মার্চ) বেলা ১১টার দিকে ভুক্তভোগী নারীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ওই নারী চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা।

স্বামীর সঙ্গে বিরোধের জেরে তিনি বাড়ি ছেড়ে ঢাকায় আসেন।

সদরঘাট থেকে কেরানীগঞ্জ ইকুরিয়া এলাকায় পৌঁছালে রাত হয়ে যায়। এসময় দুই যুবকের সঙ্গে তার কথা হয়। তারা আশ্রয় দেওয়ার কথা বলে তাকে পাঁচগাঁও ঋষিপাড়া নয়াবাড়ী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়।

সেখানে আরও দুজন আগে থেকেই ছিল।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, তিনজন ওই নারীকে নির্যাতন করে এবং অপর একজন তার ওপর হামলার চেষ্টা করলে তিনি চিৎকার করেন।

এতে স্থানীয়রা ছুটে এসে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে, তবে অন্য দুজন পালিয়ে যায়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে এবং মামলার তদন্ত চলছে।

সম্প্রতি দেশে নারী ও শিশু নির্যাতনের একাধিক ঘটনা ঘটেছে।

৬ মার্চ মাগুরায় আট বছরের এক শিশু নির্যাতনের শিকার হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া, নরসিংদীতে এক অন্তঃসত্ত্বা নারীকে তিন দিন আটকে রেখে নির্যাতন এবং ছয় বছরের এক শিশুকে নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠেছে।

গাজীপুরের শ্রীপুরেও এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ রয়েছে।

বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সচেতন মহল দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর