যশোরের মণিরামপুরে ওএমএস ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ের এক কর্মচারীকে মারধরের অভিযোগে উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রজাতন্ত্রের কর্মচারীর সঙ্গে অসদাচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মোতাহারুল ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের তাকে এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
ভুক্তভোগী শাহীন আলম জানান, বুধবার (৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ইউএনও কার্যালয় সংলগ্ন শহীদ মিনারের সামনে তাকে মারধর করা হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার (৬ মার্চ) উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে ইউএনও নিশাত তামান্না, সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
ইউএনও নিশাত তামান্না জানান, "শাহীন আলমকে মারধরের ঘটনার প্রতিবাদে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা একত্রিত হয়ে মানববন্ধন করেছেন। আমরা নিরাপদ ও হয়রানিমুক্ত কর্মপরিবেশের দাবি জানাচ্ছি।"
এদিকে, মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মণিরামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রিপন সরদারকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল গাজী ও সদস্যসচিব মাসুদ গাজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৬ মার্চ) এ সিদ্ধান্ত জানানো হয়।
তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা।
এসআর
মন্তব্য করুন: