[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ মার্চ ২০২৫ ২:৩১ এএম

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামী ১৪ মার্চ থেকে শুরু হয়ে ২০ মার্চ পর্যন্ত চলবে।

এ সময় যাত্রীরা ২৪ থেকে ৩০ মার্চের টিকিট সংগ্রহ করতে পারবেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এর আগে, মঙ্গলবার (৪ মার্চ) রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের সভাপতিত্বে ঈদ প্রস্তুতি নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

সভা সূত্রে জানা যায়, রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী ১৪ মার্চ ২৪ মার্চের টিকিট বিক্রি শুরু হতে পারে। সেই অনুযায়ী, ২৪ মার্চ থেকে ঈদযাত্রা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এবার ঈদে যাত্রীচাহিদার ভিত্তিতে বেশ কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে, তবে ট্রেনের সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি। ঢাকা থেকে প্রতিদিন ৩৫,৩১৫টি অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঈদযাত্রায় অতিরিক্ত চাপ সামলাতে ৩৬টি অতিরিক্ত কোচ সংযোজনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে কিছু মিটারগেজ কোচ পাহাড়তলী ওয়ার্কশপ থেকে এবং কিছু ব্রডগেজ কোচ সৈয়দপুর ওয়ার্কশপ থেকে আনা হবে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনে অতিরিক্ত ইঞ্জিন ও কোচ সংযোজনের প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর