প্রকাশিত:
৬ মার্চ ২০২৫ ৬:০৫ পিএম
রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলাকারী এক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অভিযোগে বিক্ষুব্ধ জনতা বোয়ালিয়া থানা ঘেরাও করলে, এর পরপরই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদকে বদলি করা হয়েছে। তাকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) রাতে ছাত্র-জনতার একটি অংশ বোয়ালিয়া থানা ঘেরাও করে অভিযোগ করে যে, তারা ছাত্রদের মিছিলে হামলাকারী এক ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিল। কিন্তু পুলিশ তাকে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার না দেখিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের আওতায় আদালতে চালান দেয়। ফলে ওই ব্যক্তি সেদিনই জামিন পেয়ে বেরিয়ে আসেন।
এই ঘটনায় ক্ষুব্ধ জনতা পুলিশের ভূমিকার সমালোচনা করে এবং অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত পুনরায় গ্রেপ্তারের দাবি জানায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ আশ্বাস দেয় যে, অভিযুক্তকে আবারও গ্রেপ্তার করা হবে। এর পরদিনই ওসি মেহেদী মাসুদকে বদলি করা হয়।
এ বদলি রাতের ঘটনার প্রেক্ষিতে হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, "আসলে বিষয়টি সেভাবে নয়। এটি প্রশাসনিক সিদ্ধান্ত। যে কর্মকর্তা যেখানে ভালো কাজ করবেন, তাকে সেখানেই পদায়ন করা হয়।"
তবে ঘটনার পরপরই ওসির বদলির বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
এসআর
মন্তব্য করুন: